দোয়ারাবাজারে প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ।
সভায় বক্তব্য রাখেন—ছাতক সেনা ক্যাম্পের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট যুবায়ের আহমদ, অফিসার ইনচার্জ জাহিদুল হক, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা হোসাইন আহমদ কাশেমী, প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, ইসলামী ফাউন্ডেশন প্রতিনিধি মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মাধব রায়, ছাত্র সমন্বয়ক এসার আহমদ প্রমুখ।
পূজা উদযাপন কমিটির পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অজিত চন্দ্র দাস ও সাংগঠনিক সম্পাদক দীপক দাস।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন— “উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। কেউ যদি উৎসবে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
তিনি আরও জানান, উপজেলার ১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় সেনা, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ২৪ ঘণ্টা টহল পুলিশও মাঠে থাকবে।
সভায় উপজেলা পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি,গণমাধ্যম কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজারে প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
Reviewed by প্রান্তিক জনপদ
on
9/11/2025 05:00:00 PM
Rating:
Reviewed by প্রান্তিক জনপদ
on
9/11/2025 05:00:00 PM
Rating:




No comments: